দূর্দান্ত মাইলেজ আর শক্তিশালী ইঞ্জিন! বাজারে আসছে Hero-র নতুন Splendor Plus, মাইলেজ ৮০কিমি | New hero Splendor Plus
New hero Splendor Plus: সামনেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। রয়েছে নবরাত্রিও (Nava Ratri)। মেতে উঠবে গোটা দেশ। আর এই উৎসবের মরশুমে টু-হুইলার কেনার পরিকল্পনা আছে? তাহলে এটাই সঠিক সময়।
কারণ মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে এই মরশুমে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় Hero কোম্পানি। তুলনামুলক কম মূল্যের বাইকে দূর্দান্ত ফিচার আর মেগা ডিসকাউন্ট, সবমিলিয়ে Hero’র Splendor Plus বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।
ইঞ্জিন:
Hero Splendor Plus বাইকে ৯৭.২ সিসির এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি ৮.০২ ps পাওয়ার ও ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকে রয়েছে ৪ গিয়ার একটি সিস্টেম। পাশাপাশি বাইকটি প্রতি লিটারে ৮০ kmpl মাইলেজ দেবে। রয়েছে ৯.৮ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। তাই একবার ফুল ট্যাঙ্ক করলে নো চিন্তা। বাইকের টপ স্পিড ৯৮ কিমি/ঘন্টা। তাই রোজদিনকার অফিস যাওয়া হোক কিংবা পূজোয় দেদার ঘোরা, চোখ বন্ধ করে এটিকে বেছে নিতে পারেন।
ফিচার্স:
শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এই বাইকটিতে রয়েছে অ্যানালগ স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গেজের মতো ফিচার, যা আপনার রাইডকে করবে নিরাপদ এবং সচেতন। এছাড়াও থাকছে স্মার্টফোন চার্জ করার পয়েন্ট।
দাম:
Hero Splendor Plus ‘এর এক্স শোরুম মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮,৫৭৯ টাকা। যদি আপনি কমদামে ভালো ফিচারযুক্ত বাইক নিত্যদিনের ব্যবহারের জন্য খুঁজে থাকেন যা শক্তিশালী মাইলেজ দেবে এবং আধুনিক বৈশিষ্ট্য সমৃদ্ধও হবে, তাহলে Hero Splendor Plus আপনি চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন।