পেট্রোল ভরার দিন শেষ! অফারে অর্ধেক দামে কিনুন এই ইলেকট্রিক বাইক | Revolt RV1
Revolt RV1: বাতাসে কার্বনের পরিমাণ কমানোর লক্ষ্যে বর্তমানে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা জ্বালানীর বিকল্প হিসেবে বিদ্যুৎ ব্যবহারে মনোযোগ দিয়েছে। তৈরি হচ্ছে নানা ধরনের বৈদ্যুতিক বাইক। ক্রেতাদের তরফে এর চাহিদাও বাড়ছে ক্রমশ।
ই-বাইকে ব্যবহৃত ব্যাটারি বিদ্যুতে চার্জ দিলে তা ইঞ্জিনের শক্তির উৎস হিসেবে কাজ করে। ফলে কম খরচে সহজে রক্ষণাবেক্ষণের সুবিধাও পাওয়া যায়। এ ছাড়াও ই-বাইক যেহেতু জ্বালানি পোড়ায় না, তাই ধোঁয়াও উৎপন্ন হয় না। ফলে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইলেকট্রিক বাইক।
সাধারণ মোটর সাইকেলের তুলনায় ই-বাইকে জ্বালানির প্রয়োজন খুব কম। এ ছাড়াও এতে হর্নের ডেসিবেল অনেকটাই সীমিত মাত্রায় থাকে। ফলে শব্দ দূষণও কম হয়। বাইক নিয়ন্ত্রণে রাখাও বেশ সহজ।
মধ্যবিত্তের সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে বেশ কিছু অটোমোবাইল কোম্পানী তাদের ই-বাইক বাজারে এনেছে। আজকের প্রতিবেদনে ভারতের বাজারে সবচেয়ে কম দামে প্রাপ্ত সেরা ইলেকট্রিক বাইকের কথা আপনাদের জানাবো।
Revolt RV1
তালিকায় প্রথম দিকে রয়েছে Revolt RV1. সম্প্রতি Revolt কোম্পানির তরফ থেকে Revolt RV1 নামের দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার একটির নাম RV1 এবং অপরটির নাম RV Plus। এই ইলেকট্রিক বাইকটি সর্বাধুনিক সুবিধার পাশাপাশি বিশেষ নিরাপত্তাও সুনিশ্চিত করে।
এই RV1 ইলেক্ট্রিক স্কুটারে 2.2 kWh ব্যাটারি সহ 100 কিলোমিটার মাইলেজ দেয়। অন্যদিকে, RV Plus স্কুটারে 3.24 kWh এর শক্তিশালী ব্যাটারি সহ 160 কিলোমিটার মাইলেজও দেয়। দূর্দান্ত মাইলেজের বাইকদুটি দুটি ক্রয় করতে হলে আপনাকে ভারতীয় মুদ্রায় যথাক্রমে 84,990 এবং 99,990 টাকা খরচ করতে হবে।
Oben Rorr
ভারতের বাজারে ইলেকট্রিক বাইক গুলোর তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে Oben Rorr।শক্তিশালী এই বাইকটিতে 4.4 kWh ব্যাটারি দেওয়া হয়েছে যা 187 কিলোমিটার মাইলেজ সহ গ্রাহকদের সর্বাধুনিক সুবিধা প্রদান করে।
Ola Roadster
কিছুদিন আগেই ওলা রোডস্টারের তরফে ভারতীয় বাজারে ই-বাইকের তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার প্রথম বিকল্পে 2.5 kWh, দ্বিতীয় বিকল্পে 3.5 kWh এবং তৃতীয় বিকল্পে 4.5 kWh ব্যাটারি প্ল্যাক ব্যবহার করা হয়েছে। ওলার এই নতুন ইলেকট্রিক বাইক গুলির দাম ভেরিয়েন্ট অনুযায়ী যথাক্রমে 74,999 টাকা, 84,999 টাকা এবং 99,999 টাকা। মাইলেজ এবং দূর্দান্ত স্পিড যদি আপনার উইশলিস্টে থাকে, তাহলে Ola ‘কে বেছে নিতেই পারেন আপনি।