পরিবর্তন করা হচ্ছে শিয়ালদহ ষ্টেশনের নাম! সামনে এলো নতুন নাম | Sealdah Station name change

Sealdah Station name change: শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি বিজেপির। বঙ্গ বিজেপির তরফে বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এবিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন রেলমন্ত্রী। আর সেই অনুষ্ঠানে শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার আবেদন জানায় বিজেপি।

বুধবার সকালেই কলকাতায় নামেন রেলমন্ত্রী। শিয়ালদহে গিয়ে তিনি উল্লেখ করেন, একাধিক ট্রেনের কোচ বাড়ানো হয়েছে, যাতে অনেক বেশি যাত্রী যাতায়াত করতে পারে।

তিনি জানান, শিয়ালদহ স্টেশনে ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর দরকার ছিল। এবার সেখানে তিন লক্ষ অতিরিক্ত যাত্রী চলাচল করতে পারবে। এছাড়াও আজিমগঞ্জ কাশিমবাজার ট্রেন চালুর কথাও জানিয়েছেন তিনি।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, বুধবারই রেলমন্ত্রীকে সেই দাবি জানানো হয়েছে। তিনি বলেন, “মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। সর্বস্বান্ত হওয়া মানুষ একদিন এসে ভিড় করেছিলেন শিয়ালদহ স্টেশনে।

সেদিন ক্যাম্প করে শিয়ালদহের আশপাশে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিল যাঁর তত্ত্বাবধানে, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আজ রেলের একটি বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দাবি জানিয়েছি। তিনি বলেছেন, ‘আমি বিষয়টা দেখব’।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের পুরনো স্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ স্টেশন। ১৮৬২ সালে এই স্টেশন চালু হয়। পরে ১৮৬৯ সালে তৈরি হয় স্টেশন বিল্ডিং। এবং আজ‌ও সমানভাবে প্রাসঙ্গিক।

এই রেলস্টেশনকে ঘিরে প্রতিদিন লাখ লাখ যাত্রীর জীবন আবর্তিত হয়। সাত সকালে কেউ সবজি নিয়ে ট্রেনে ওঠেন, বেলা বাড়লে ব্যাগ হাতে চাকরিজীবী নিত্যযাত্রীদের ভিড়। আর সেই স্টেশনের নাম‌ই এবার পাল্টে দেওয়ার দাবি উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *