শৌচালয়ের জন্য ১২হাজার টাকা দিচ্ছে সরকার, কিভাবে আবেদন করবেন জানুন

দেশে চাকরি অবস্থা খড়ের গাদায় সূচ হলেও উলুবনে মুক্তোর মতো প্রকল্পের ডালি খুলে বসে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শতাধিক প্রকল্পের আওতায় আসার সুযোগ রয়েছে জীবন্ত ব্যক্তির।

তবে যেটা সমস্যার তা হল, খেয়ে বেঁচে থাকার সুযোগটুকু দেওয়া হলেও সুস্থ জীবনযাপনের কোনো সুযোগ নেই এ’দেশে। যার জেরে আজ‌ও এমন অনেক এলাকা রয়েছে যেখানে শৌচকর্মটুকু করতেও বনে বাদারে যেতে হয়। বা পানীয় জলটুকুও নোংরা পুকুরের ভরসার কাটাতে হয়।

তবে এবার তাদের জন্য সুখবর যারা শৌচালয়ের সমস্যায় ভুক্তভোগী। দেশবাসীর স্বাস্থ্যের কথা ভেবে মোদি সরকার নিয়ে এসেছে শৌচালয় প্রকল্প। এই প্রকল্পে বিশেষ করে গ্রাম এলাকা গুলোর কথা ভাবা হয়েছে। অর্থাভাবে দূর্বল পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসতে সক্ষম।

সরকার সুত্রে খবর, বাড়িতে শৌচালয় বানানোর জন্য এককালীন 12000 টাকা দেবে কেন্দ্রীয় সরকার। কারা করতে পারবেন আবেদন? কীভাবে করবেন? আজকের প্রতিবেদনে র‌ইল বিস্তারিত।

কারা করতে পারবেন আবেদন?
1. আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্যরা এই প্রকল্পের জন্য যোগ্য।

2. SC/ST/OBC ক্যাটাগরির ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন।

3. প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারের জন্যও অগ্রাধিকার রয়েছে।

4. যারা আয়কর প্রদান করেন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় নথি (Required Documents):

1) ডিজিটাল রেশন কার্ড (APL/BPL)

2) ভোটার কার্ড

3) আধার কার্ড

4) ব্যাংক পাসবই

5) মোবাইল নম্বর

6) জাতিগত প্রমাণপত্র (SC/ST/OBC Card)

আবেদন করার ধাপসমূহ (How to Apply Online)

প্রথমে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর Citizen Corner-এ “IHHL Application Form” অপশনে ক্লিক করুন। একটি ফর্ম খুলবে। ফর্মটি খোলার পর সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে ফর্মের সঙ্গে সংযুক্ত করুন। এবং সাবমিট করুন। ফর্ম জমা দেওয়ার পর, ব্লক বা জেলার কর্মকর্তা আপনার বাড়ি পরিদর্শন করবেন।
যাচাই প্রক্রিয়া শেষে, আপনি ১২,০০০ টাকার অনুদান পাবেন ব্যঙ্ক মারফত শৌচালয় বানানোর জন্য।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
https://sbm.gov.in/sbm_dbt/secure/login.aspx

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *