সুখবর! রূপশ্রী প্রকল্পে গ্রুপ-সি পদে চাকরির সুযোগ, বেতন ১৫০০০ | WB Rupashree prakalpa Recruitment 2024
WB Rupashree prakalpa Recruitment: পড়তি চাকরির বাজারে রাজ্যের চাকরীপ্রার্থীদের জন্য আশার আলো। গ্রুপ সি পদে রয়েছে চাকরীর সুযোগ। শিক্ষিত বেকার যুবারা, যারা বহুদিন চাকরীর অপেক্ষায় বসে রয়েছেন তাদের জন্য সরকারের তরফে বড় খবর। পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সম্প্রতি।
কারা করতে পারবেন আবেদন? লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা? আজকের প্রতিবেদনে রইল তারই বিস্তারিত বিবরণ।
পদের নাম-Accountant
বয়সসীমা- ১৮ থেকে ৪৫ বছর বয়সী তরুণ তরুণীরা করতে পারবেন আবেদন।
শিক্ষাগত যোগ্যতা –
কমার্স বিভাগে গ্র্যাজুয়েশন পাস করা ৪৫ বছরের মধ্যে যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে থাকতে হবে কম্পিউটার ব্যবহারের জ্ঞান। পাশাপাশি স্প্রেড শিট এবং ট্যালি সফটওয়্যারে দক্ষ হবে। এছাড়াও আগে এই কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে বিশেষ ছাড় পাবে।
বেতন-
WB Rupashree Recruitment এর accountant পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১০,০০০/- টাকা দেওয়া হবে। পাশাপাশি থাকছে আরও বেশ কিছু সুযোগ সুবিধা। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
গুরত্বপূর্ণ ডকুমেন্টস-
বার্থ সার্টিফিকেট
ভোটার বা আধার কার্ড
পাসপোর্ট সাইজ রঙিন ফোটো
কম্পিউটার সার্টিফিকেট
স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু
চাকরির পরীক্ষা-
আবেদনকারীদের এই পদে চাকরি পেতে হলে
প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করতে হবে।
তারপরে ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং
সবশেষে ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে চাকরী।
আবেদন পদ্ধতি –
অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। আবেদন করতে হবে অফলাইনে। এজন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত একটি আবেদনপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে কালিকলমে পূরণ করতে হবে। এরপর তা নিম্নে উল্লেখ করা ঠিকানায় স্পিডপোস্ট করতে হবে।
ঠিকানা-
In the Drop Box at DPMU, Rupashree Section, 2nd Floor District Magistrate Office, Jalpaiguri
Drop Box at the Offices of Sub- Divisional Officer Mal and Dhupguri
নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার পর আর কোনো অবেদন পত্র গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।