100W ফাস্ট চার্জিং এবং Snapdragon 8 Gen 4 সহ আসছে Realme GT Neo 7, দাম শুনে লাগবে চমক

Realme GT Neo 7: সম্প্রতিই বাজারে এসেছে iPhone 16 ও iPhone 16 Pro। স্পেসিফিকেশন আর স্পেশালাইজেশনে বাজার খেয়ে ফেলেছে রীতিমতো। এমনিতে পূজোর মরশুম। ছবি তোলার ইচ্ছে তো ষোলোআনা।

হলুদ আলোর নীচে হোক কি কাশবনে শাড়িতে হিন্দোল তুলে, সারা বছরের প্রোফাইল ফটো ডাই করে রাখার সময় এটাই। কিন্তু আইফোন কি আর সকলে উইশলিস্টে রাখতে পারে? পকেট সাথ দেয় ক‌ই। তাই আজ এমন একটি ফোনের কথা বলতে চলেছি যার ক্যামেরা দূর্দান্ত, স্পেসিফিকেশন লা-জবাব এবং দামটাও পকেটস‌ই।

Realme চলতি বছরে চিনা বাজারে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুটি মধ্যে একটি হবে Realme GT 7 Pro ফোন। রিয়েলমির আপকামিং স্মার্টফোনে নতুন Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। খবর অনুযায়ী, এই ফোনটি চলতি বছরে নভেম্বরে আসতে পারে। জানবেন নাকি এর স্পেসিফিকেশনস?

Realme GT 7 Pro কেন আলাদা?
জানা যাচ্ছে, রিয়েলমি জিটি নিও 7 ফোনে 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট ডিসপ্লে হবে। কোম্পানি গেমিং ইউজারদের কথা মাথায় রেখে এই স্মার্টফোনটি তৈরি করছে।

পারফরম্যান্সের জন্য জিটি নিও 7 ফোনে কোয়ালকম Snapdragon 8 Gen 3 ভার্সন পাওয়া যাবে। পাশাপাশি, এও অনুমান করা হচ্ছে যে আপকামিং রিয়েলমি স্মার্টফোনে গেমিংয়ে গ্রাফিক্সের জন্য একটি আলাদা চিপ পেতে পারেন। শুধু তাই নয়, ফোনটি 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

দাম?
এমনিতেই সকলে জানেন যে স্ন্যাপড্রাগন 8 জেন 4 ভিত্তিক বেশিরভাগ স্মার্টফোনের‌ই দামটা একটু বেশি হয়। সেক্ষেত্রে অনলাইন সোর্সসমূহ এই রিয়েলমি জিটি নিও 7 ফোনটিকে ‘প্রাইস কিলার’ বলছে। আশা করা হচ্ছে যে এই ফোনটি এই বছরের শেষে বাজারে এসে যাবে।

আপকামিং রিয়েলমি জিটি নিও 7 ফোনের প্রতিযোগিতা iQOO Neo 10 Pro, Oneplus Ace 5 Pro এবং Redmi K80 এর সাথে হতে পারে, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *