কম বাজেটে ধামাকা ফোন! Motorola-র এই ফোনের ফিচার্স দেখে অবাক হবেন আপনিও | Motorala Moto G Play
Motorala Moto G Play: পূজার বাজারে জামাকাপড় কেনার পাশাপাশি, আপনার যদি স্মার্ট ফোন কেনার প্ল্যান থেকে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। মার্কেটে এখন ফাইভ জি র রমরমা। এমতাবস্থায় কমদামে একটা ফাইভজি ফোন যদি পাওয়া যেত, কেমন হত?
গত কয়েক বছরে oppo, vivo, Samsung কে একেবারে টায়ে টায়ে টক্কর দিচ্ছে Motorola। প্রতি মরশুমে দূর্দান্ত আপডেটেড ফোন বাজারে এনে গ্রাহকদের মন এবং পকেটকে স্বস্তি দিয়ে চলেছে। এই motorola ই আবার বাজারে এনেছে নতুন মডেল। যার অত্যাধুনিক ফিচার আর দারুণ ডিজাইন আপনাকে মুগ্ধ করবেই।
কেন Motorola কিনবেন?
সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে Moto G Play 2024। 6.5 ইঞ্চি ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটি 720 x 1600 পিক্সেলের রেজোলিউশনে HD+ ছবি সাপোর্ট করতে সক্ষম। পাশাপাশি, 90 Hz রিফ্রেস রেট যুক্ত এই স্মার্টফোন গ্রাহকদের প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের অনুভূতি দেবে।
ক্যামেরা:
Moto G Play 2024 এ ব্যবহার করা হয়েছে 50MP ক্যামেরা সেন্সর। সেলফি নেওয়ার জন্য ফ্রন্টে রয়েছে 8MP ক্যামেরা।
স্টোরেজ:
4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে সাথে Moto G Play 2024 এ এক্সটারনাল স্টোরেজ বাড়ানো যাবে 556GB পর্যন্ত।
ব্যাটারি:
4G এই ফোনটি তার ব্যাটারির জন্য বহুল চর্চিত হয়েছে। 5000mAh-এর শক্তিশালী ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে ফোনটি রীতিমত টেক্কা দিতে চলেছে প্রতিদ্বন্দ্বী বাকি মডেলের ফোনগুলিকে। তবে এর দাম শুনে বিস্মিত হতে হয়। amazon এবং flipkart-এর মতো ইকমার্স সাইটগুলিতে Moto G Play 2024 মাত্র 12,990 টাকায় কেনা যাবে বলে মনে করা হচ্ছে।
তবে আর অপেক্ষা কিসের! এই পূজোতে নতুন জামাকাপড়ের সাথে সাথে হাতে আসুক নতুন ফোনও।