প্রিমিয়াম ডিজাইন সাথে হাতের নাগালে দাম, বাজার কাঁপাতে নতুন বাইক নিয়ে এল | Honda SP 125 New Model
Honda SP 125: পেট্রল সেঞ্চুরি হাঁকিয়েছে বহুদিন। তাই বাইক বা গাড়ি র শখ থাকলেও তেলখেঁকো সেই বাহনসখাকে রাস্তায় নিয়ে বের হতে প্রাণে বড় দাগা লাগে। তবু যারা বাইকপ্রেমী, তাদের জন্য খানিক সুখবর। Honda র তরফে বাজারে এল দূর্দান্ত বাইক, যার মাইলেজ আপনাকে নিশ্চিন্ত করবে। পাশাপাশি ডিজাইনও এক্কেবারে চোখধাঁধানো। আজকের প্রতিবেদনে রআর খুঁটিনাটি।
কেন এই বাইকটিই কিনবেন?
যদি আগামীতে বাইক কেনার ইচ্ছে থাকে, তবে এটাই সেরা সময়। নতুন Honda SP 125-তে আপনি পাচ্ছেন 129.86 cc এর ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন। এটির ইঞ্জিন 18.34 bhp এর প্যাভার 7100 RPM এ এবং 14.34 Nm টর্ক 5650 RPM এ জেনারেট করে। পাশাপাশি গাড়িতে 6 স্পীড ম্যানুয়াল রাখা হয়েছে, যা সিটি এবং হাইওয়ে উভয় জায়গায় সেরা পারফর্মেন্স দেবে। উপরন্তু, সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম এবং নেটওয়ার্ক ডিস্ক ব্রেক আপনার রাইডিংকে নিরাপদ রাখবে।
ফিচার-
ইঞ্জিনের কথা তো হল। এবার আসা যাক মাইলেজে। New Honda SP 125 প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে আপনাকে। টপ স্পিড রয়েছে প্রতি ঘন্টায় 93 কিলোমিটার। তাছাড়া, লং-ডিসটেন্স কভার করার জন্য শক্তিশালী এই বাইকে একটি 11.7 লিটারের জ্বালানি ট্যাংক প্রদান করা হয়েছে।
দাম-
ভারতীয় বাজারে Honda SP 125cc-র প্রাথমিক এক্স-শোরুমের দাম প্রায় ₹1,18,590। তবে ভ্যারিয়েন্ট এবং রংয়ের ভিন্নতা অনুসারে দাম ভিন্ন ভিন্ন হতে পারে।