বেকার ছেলে-মেয়েদের প্রতিমাসে ৫০০০টাকা দেবে কেন্দ্র সরকার, কিভাবে আবেদন করবেন ? Central Government Internship for students
Central Government Internship for students: সাধারণত 21-22 বছরের মধ্যে গ্রাজুয়েট হয় এদেশে এবং 25 এর মধ্যে মাস্টার্স। এটাই সাধারণ হিসেব, কিন্তু 25 বছরের আগে কারোর পড়াশোনা শেষ হলে সে চাকরির দুনিয়ার বীভৎসতা গ্রহণ করার আগে একটা ট্রায়াল নেওয়ার জন্য ইন্টার্নশিপ করতে আসে। এর অর্থ একদিকে যেমন অভিজ্ঞতা অর্জন করা অন্যদিকে পরবর্তী সময়ের ঝলক দেখা।
এই মর্মে বেকার যুবক ও ছাত্রদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার Central Government Internship for students নামে নতুন একটি প্রকল্পের সূচনা করতে চলেছে।
২০২৪ সালের বাজেটে এক ইন্টার্নশিপ স্কিমের (Internship Program) ঘোষণা করা হয়েছিল যার মাধ্যমে Virtual Internship করে ২১ থেকে ২৪ বছর বয়সী বেকার যুবকরা উপকৃত হবেন। যারা ডিগ্রি কোর্সে ভর্তি বা পূর্ণকালীন কর্মরত নন, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই স্কিমের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে কর্পোরেট জগতে কাজের জন্য উপযুক্ত দক্ষতা অর্জনে সাহায্য করা।
কেন্দ্রীয় সরকারের ইন্টার্নশিপ স্কিম
AITCE Internship, TULIP Internship, Central Government Internship, internship in NITI AAYOG, Digital India Internship Scheme 2024, Shala Darpan internship, CISCO virtual internship program 2024, Internship program Google প্রভৃতি কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে।
Perks
এই ইন্টার্নশিপ করলে যেমন স্কিল ডেভেলপমেন্ট হবে, এর জন্য Internship Certificateও পাবেন। এখানেই শেষ নয়, ইন্টার্নশিপ করলে মাসে মাসে 5000 টাকার stipendও পাবেন।
সরকারের তরফ থেকে প্রতি মাসে ৪৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, এবং সংস্থাগুলির CSR (Corporate Social Responsibility) তহবিল থেকে আরও ৫০০ টাকা প্রদান করা হবে। এছাড়া, ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রার্থীদের এককালীন ৬০০০ টাকার বোনাসও দেওয়া হবে।
প্রকল্পের উদ্দেশ্য
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি করে তাদের চাকরি প্রাপ্তির উপযোগী করা। সরকার মনে করছে, এই উদ্যোগ বেকারত্ব কমানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে। যারা বেকার, চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। স্টাইপেন্ডের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে কিছুটা সহায়তা পাবেন এবং পাশাপাশি কর্মজীবনের প্রাথমিক পদক্ষেপ নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন।
কীভাবে করবেন আবেদন?
এই প্রকল্পে যারা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন, তারা বিভিন্ন কর্পোরেট সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
কারা করতে পারবেন আবেদন?
আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং আবেদনকারীরা ডিগ্রি কোর্সে ভর্তি থাকলে বা কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন কাজ করছেন, তবে তারা এই স্কিমে যোগ্য হবেন না।
কবে চালু হবে প্রকল্প?
এই স্কিমের বিষয়ে খুব শীঘ্রই কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA) থেকে একটি নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, আগামী সপ্তাহের মধ্যেই এই স্কিম চালু করা হতে পারে। এই স্কিমের জন্য Internship in NITI AAYOG থেকে একটি নতুন পোর্টালও চালু করা হবে, যেখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।