খুব শীঘ্রই ঢুকবে কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি! কবে পাবেন টাকা ? Official নোটিস দেখুন | Krishak Bandhu taka
Krishak Bandhu: জয় জওয়ান জয় কৃষাণ স্লোগান তুললেও আমাদের দেশে বোধকরি কৃষকরাই একমাত্র যারা ন্যূনতম আয় করে জীবন অতিবাহিত করে থাকে। সেই সব গরিব কৃষিজীবীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কৃষকবন্ধু প্রকল্প।
ফি বছর দুটি মরশুমে টাকা দেওয়া হয়, খরিফ এবং রবি। এবার চাষিভাইরা অপেক্ষায় রয়েছেন রবিমরশুমের কিস্তির জন্য। সরকার সুত্রে খবর, পিএম কিষাণের ১৮ তম কিস্তির টাকার পূজোর পরপরই আসতে চলেছে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো।
কেন এই টাকা?
২০১৯ সালে শুরু হয়েছিল কৃষকবন্ধু প্রকল্প, যার মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের থেকে অর্থ পান, কোনো মধ্যস্থতার প্রয়োজন হয় না, যা দুর্নীতি হ্রাসে সহায়ক। প্রতি একর জমির জন্য ₹১০,০০০ টাকা এবং ছোট কৃষকদের জন্য কমপক্ষে ₹৪,০০০ বরাদ্দ করা হয়েছে।
কৃষকবন্ধু প্রকল্প কি?
কৃষকবন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক দুটিকিস্তিতে টাকা করে দেওয়া হয়। খরিফ মৌসুম: এপ্রিল থেকে সেপ্টেম্বর, রবি মৌসুম: অক্টোবর থেকে মার্চ। এই ভর্তুকি দিয়ে সার ও বীজ কেনার ক্ষেত্রে সুবিধা পান কৃষকেরা। এছাড়াও, বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হলেও কিছুটা সুরাহা মেলে কৃষক পরিবারে।
মনে রাখতে হবে, এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে অবশ্যই কৃষকদের eKYC সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রতি ছয় মাস অন্তর eKYC চেক করা আবশ্যক।
যাদের স্ট্যাটাসে “Delete farmer/No Data found” লেখা রয়েছে, তাদের নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং আধার ও ভোটার কার্ডের কপি জমা দিতে হবে। নথি জমা না দিলে আগামী রবি মৌসুমের টাকা পাবেন না।
অনলাইনে eKYCর পদ্ধতি
আধার কার্ড ও ভোটার কার্ডের মাধ্যমে করতে পারবেন।
আধারের ক্ষেত্রে, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন। “আধার কার্ড” নির্বাচন করুন এবং আপনার আধার নম্বর লিখে search ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
ভোটার কার্ডের সাহায্যে করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট: Krishakbandhu.net য়ে গিয়ে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন। এবার ভোটার কার্ড অপশনে ক্লিক করে নম্বর লিখেন। search ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
প্রকল্প সম্পর্কিত যেকোনো প্রশ্ন বা সমস্যা থাকলে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বর 8336957370 / 6291720406। প্রসঙ্গত উল্লেখ্য, 2022 ও 23 সালে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে ঢুকেছিল। তাই এবছরও মনে করা হচ্ছে ডিসেম্বরেই ঢুকবে 2024 সালের রবি কিস্তির টাকা। তবে কত তারিখে দেওয়া হবে সে বিষয়ে কোনো ফাইনাল তারিখ ঠিক করেনি কৃষি দপ্তর।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।