ভারত পেট্রোলিয়াম সংস্থায় কাজের সুযোগ, আবেদন করুন অনলাইন – BPCL Recruitment 2024
BPCL Recruitment 2024: এই রাজ্যে চাকরির হাল হকিকত সম্বন্ধে জানা সকলেরই। শিক্ষিত যুবারা হয় বেকার হয়ে বসে রয়েছে, নতুবা কাজ খুঁজে পাড়ি দিচ্ছে রাজ্যের বাইরে।
শহরে থেকে কাজের সুলুকসন্ধান করা খানিকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। সেই জন্যই সংবাদপত্রে পড়তে হয়, পিএইচডি করা ছাত্র আবেদন করছে ডোমের চাকরির জন্য।
তবে হ্যাঁ, কখনও কখনও এর ব্যতিক্রম হয় বইকি। এই যেমন সম্প্রতি কলকাতার সাইন্স সিটির তরফে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। তাই মনে করা হচ্ছে, অপেক্ষার প্রহর এবার হয়ত শেষ। যারা চাকরীর জন্য এতদিন অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর।
সেপ্টেম্বর মাসে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। এখানে অনেক গুলো পদে স্টাফ নিয়োগ করা হবে।
কারা করতে পারবেন আবেদন? লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা? আজকের প্রতিবেদনে রআর তারই বিস্তারিত বিবরণ।
নিয়োগ সংস্থা: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
পোস্টের নামঃ এখানে অফিস একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
শূণ্যপদঃ এখানে টেকনিশিয়ান (ডিপ্লোমা)/নন ইঞ্জিনিয়ারিং, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে মোট 175 জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা :
প্রতিটি পদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ২১-২৭ বছর।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। অফিসিয়াল নোটিশে বিস্তারিত ভাবে সবটা উল্লেখ করা আছে।
বেতন:
পদ অনুযায়ী বেতন প্রতি মাসে ১৮,০০০/- টাকাথেকে সর্বোচ্চ ২৫,০০০/- টাকার মধ্যে প্রদান করা হবে।
কীভাবে করবেন আবেদন?
অনলাইনে করা যাবে আবেদন। সেক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
অফিসিয়াল নোটিশ:
https://drive.google.com/file/d/1G5tEh6rrhoPsO4dcKvM91XS_RCaVSf6s/view
মনে রাখবেন, চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে নিতে হবে। প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।