মাত্র এক বছরের FD করলেই পাবেন ধামাকা রিটার্ন! SBI সহ এই ৬ টি ব্যাংক দিচ্ছে দুর্দান্ত সুদ | Fixed deposit rate in India 2025
বহু মধ্যবিত্ত বাঙালি আজও বিনিয়োগের ক্ষেত্রে ভরসা রাখে কেবলমাত্র Fixed Deposit’য়ে। যতই Mutual Fund বা SIP বাজারে আসুক না কেন, মূলধন বাঙ্কে কম সুদে জমা রেখে যেন আশ্চর্য নিরাপত্তা বোধ করেন। আপনিও যদি সেই দলের লোক হন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
প্রায় প্রত্যেক ব্যাক্তির একটি করে সেভিংস অ্যাকাউন্ট থাকে ব্যাংক এ। বহু মানুষের আবার দুটি, তিনটি বাঙ্কেও থাকে। তারা জানেন যে সব বাঙ্কে সুদের হার সমান হয়না। আর সামান্য পার্থক্য হলেও সুদের হারের কারণে আপনার বিনিয়োগে বড়সড় প্রভাব পড়তে পারে।
তাই যে ব্যাঙ্ক সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে, সেখানেই এফডি করা বুদ্ধিমানের কাজ। তাই আজকে আপনাদের জানাতে চলেছি এমন ৬টি বাঙ্কের কথা যেখানে টাকা বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন।
SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বছরের এফডিতে সাধারণ আমানতকারীদের 6.8% সুদ দেয়। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 7.30%।
HDFC ব্যাঙ্ক: এইচডিএফসি ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীদের জন্য সুদের হার 6.60%, প্রবীণ নাগরিকদের জন্য 7.10%।
ICICI ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্কের এক বছরের এফডিতে সাধারণ নাগরিকদের জন্য 6.70% এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.20% সুদ দেওয়া হয়।
Kotak Mahindra: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে এক বছরের এফডিতে সাধারণ নাগরিকদের 7.10% এবং প্রবীণ নাগরিকদের 7.60% সুদ প্রদান করা হয়।
PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক বছরের এফডিতে সাধারণ নাগরিকদের জন্য 6.80% এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.30% সুদের হার প্রযোজ্য।
ব্যাঙ্ক অফ বরোদা: ব্যাঙ্ক অফ বরোদায় এক বছরের এফডিতে সাধারণ নাগরিকদের 6.85% এবং প্রবীণ নাগরিকদের 7.35% সুদ দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাঙ্কের সুদের হার পরিবর্তনশীল এবং শর্তসাপেক্ষও বটে। তাই বিনিয়োগের আগে বিস্তারিত গবেষণা করা জরুরি। পাশাপাশি, নিয়মিত আপডেটের জন্য ব্যাঙ্কের ওয়েবসাইট দেখুন আর বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।