৬ বছরেই টাকা হবে ডবল, ১০ বছরে ট্রিপল! জানেন কি ইনভেস্টমেন্টের গোল্ডেন রুল | Investment Golden Rules 

Investment Golden Rules: দিনকাল খারাপ! মুদ্রাস্ফীতির দিনে তাই সঞ্চয় করা অত্যন্ত জরুরী। একদিকে যেমন সঞ্চয়ের টাকা ভবিষ্যতের সম্বল অন্যদিকে পরবর্তী প্রজন্মের সুরক্ষার‌ও সম্পদ। বর্তমান সময় আর ফিক্সড ডিপোজিটের নয়, এই সময় মিউচ্যুয়াল ফান্ডের।

তবে বহু মানুষ আছে যারা বিষয়টা ভালো বোঝেননা বলে সাহস করে লগ্নি করতে ভয় পান। আবার বহু মানুষ দেখা যায় ষোলোআনা উপার্জনের আট‌আনা ইনভেস্ট করে বছর দশেক পর লাখ টাকার মালিক হয়ে যান।

তবে ইনভেস্টমেন্টের বিজ্ঞাপনে ‘ঝুঁকিসাপেক্ষ’ কথাটি এমনি এমনি লেখা থাকে না। নিজ দায়িত্বে লোককে বিনিয়োগ করতে বলার অর্থ‌ই হল নিজের বুদ্ধি খাটিয়ে এগোনো।

একটি মানুষ যখন বিনিয়োগ করবে, অবশ্য‌ই তাকে খেয়াল রাখতে হবে তিনি যে লক্ষ্য নিয়ে বিনিয়োগ করছেন তা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে কি না। সঙ্গে নির্দিষ্ট সময় পর রিটার্নের ভ্যালু কত। কারণ ওই একটাই। মুদ্রাস্ফীতি।

সাধারণ মানুষ যখনই কষ্টার্জিত টাকা কোথায় বিনিয়োগ করেন, তাঁর মনে প্রথমেই প্রশ্ন জাগে, বিনিয়োগ দ্বিগুণ বা তিনগুণ হতে কত সময় লাগবে? এটা ‘রুল অফ ৭২’ এবং ‘রুল অফ ১৪৪’ থেকে বোঝা যায়।

কি এই rule of 72? rule of 144?

রুল অফ ৭২ বিনিয়োগ কতদিনে দ্বিগুণ হবে বোঝা যায়। আর রুল অফ ১৪৪ দিয়ে জানা যায় টাকা তিনগুণ হতে কত সময় লাগবে।

ধরে নেওয়া যাক কেউ ৫ লাখ টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। ৬ বছর পর কোনও কাজে তাঁকে ১০ লাখ টাকা খরচ করতে হবে। এখন ৬ বছরে ৫ লাখ টাকা ডবল করতে চাইলে তাঁকে এমন স্কিম খুঁজে বের করতে হবে যেখানে প্রতি বছর তিনি ১২ শতাংশ হারে রিটার্ন পাবেন। এর ফরমুলা হল ৭২/১২% = ৬ বছর। ভারতে এমন কোনও ক্ষুদ্র সঞ্চয় স্কিম নেই যা ১২ শতাংশ হারে রিটার্ন দেবে। একমাত্র রয়েছে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৪ শতাংশ হারে মূল্যস্ফীতি হচ্ছে। কয়েকদিন আগেও তা ৫ শতাংশের বেশি ছিল। কোনও ঝুঁকি না নিয়ে যদি মূল্যস্ফীতির হার ৫ শতাংশ ধরে নেওয়া হয় তাহলে দেখা যাবে আজকে ১ লাখ টাকায় যে জিনিস কেনা যায়, ২০ বছর পর সেটা কিনতে গেলে ২.৫ লাখ টাকা খরচ করতে হবে।

২৫ বছর পর ৩ লাখ টাকা। টাকার মান ১৫০ শতাংশ কমে যাবে। আজ যদি উচ্চশিক্ষার জন্য ২০ লাখ টাকা খরচ হয়, তাহলে ২০ বছর পর কমপক্ষে ৪৫ থেকে ৫০ লাখ টাকা লাগবে।

কীভাবে বুঝবেন ১০ বছরে টাকা তিনগুণ বাড়বে কি না?
এর জন্য রয়েছে রুল অফ ১৪৪। দশ বছরে ৫ লাখ টাকা বিনিয়োগ করে ১৫ লাখ টাকা রিটার্ন পেতে চাইলে বছরে ১২ শতাংশ হারেই রিটার্ন দরকার। সূত্র অনুযায়ী ১১৪/১২% = ৯.৫ বছর। অর্থাৎ ইক্যুইটি মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *