LIC policy হোল্ডারদের জন্য বিরাট সুখবর! নতুন নিয়ম জারি IRDAI’এর
LIC policy : দিনকাল খারাপ! মন্দার দিনে তাই সঞ্চয় করা অত্যন্ত জরুরী। একদিকে যেমন সঞ্চয়ের টাকা ভবিষ্যতের সম্বল অন্যদিকে পরবর্তী প্রজন্মের সুরক্ষারও সম্পদ। আর ভবিষ্যত প্রজন্ম এবং গোটা পরিবারের সুরক্ষা যেখানে টপিক, চোখ বুজে সেখানে LIC ই সেরা।
জীবনবিমা মানেই LIC এ’কথা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেরই বক্তব্য। তবে LIC ছাড়াও একাধিক জীবনবিমা রয়েছে যার সম্পর্কে হয়ত অধিকাংশ মানুষই অবগত নন।
তালিকায় রয়েছে SBI Life insurance, Max Life Insurance, Bharati AXA, ICICI, HDFC সহ বিভিন্ন ব্যাংকের ও জীবন বীমা পলিসি। আর এবার সমস্ত জীবন বীমা কোম্পানীর জন্য চালু হল নতুন নিয়ম, যার জেরে ডবল মুনাফা লাভ করবেন গ্রাহকরা। কি সেই নিয়ম? আজকের প্রতিবেদনে জানাবো বিস্তারিত।
LIC Policy Surrender Value
চলতি বছরের ১ অক্টোবর থেকে জীবন বিমায় যে নতুন নিয়ম আনা হয়েছে তার জেরে LIC Policy Surrender বা পলিসির প্রিমিয়াম আর না দিয়ে পলিসি বন্ধ করতে চাইলে গ্রাহকদের অনেক বেশি পরিমাণ রিফান্ড পাওয়ার সম্ভাবনা থাকছে। এই নিয়ম চালু হয়েছে ভারতীয় বিমা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষের (IRDAI) তরফে।
IRDAI-এর নতুন সার্কুলার অনুযায়ী, সমস্ত বিমা সংস্থাকে গ্রাহকদের স্পেশাল সারেন্ডার ভ্যালু অনুযায়ী অর্থ ফেরত দিতে হবে। প্রসঙ্গত, এর আগে জীবন বিমার পলিসি প্রথম বছরের মধ্যেই সারেন্ডার বা এলআইসি পলিসি সমর্পণ করলে কোনও রিফান্ড পাওয়া যেত না, কিন্তু এখন তা পাওয়া যাবে।
সারেন্ডার ভ্যালুতে রিটার্ন মানে কি?
খুব সহজভাবে বলতে গেলে, আগে পলিসি চালুর ৩ বছরের আগে সারেন্ডার করলে এক টাকাও ফেরত পাওয়া যেত না। আর ৬-৭ বছরের মধ্যে সারেন্ডার করলে শুধুমাত্র জমা করা প্রিমিয়ামের ৫০ শতাংশ ফেরত পাওয়া যেত।
এবার ধরুন, কেউ ২ লক্ষ টাকার প্রিমিয়াম জমা করেছেন, ৪ বছরের মধ্যে পলিসি সারেন্ডার করলে তিনি ১.২ লক্ষ টাকা ফেরত পেতেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে এখন একই পরিস্থিতিতে ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে।
গ্রাহকরা কিভাবে লাভবান হবেন?
IRDAI-এর নির্দেশ অনুযায়ী, বিমা সংস্থাগুলিকে প্রথম বছরেই গ্রাহকদের সারেন্ডার ভ্যালু সম্পর্কে জানাতে হবে। যেমন, কোনও গ্রাহক যদি ৫০,০০০ টাকার প্রিমিয়াম দিয়ে ১০ বছরের একটি পলিসি কেনেন এবং তা প্রথম বছরেই বন্ধ করতে চান, তাহলে এখন থেকে ৩১,২৯৫ টাকা পর্যন্ত রিফান্ড পাওয়া সম্ভব।
আগের নিয়ম বনাম বর্তমান নিয়ম
আগে এমন অবস্থায় প্রথম বছরের প্রিমিয়ামের পুরো টাকাই নষ্ট হত, তারা ফেরত পেতেন না কিছুই। তবে নতুন নিয়মে, গ্রাহকরা তাদের পলিসি নিয়ে আরও বেশি ফ্লেক্সিবল হবেন এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা বদল করতে পারবেন। অর্থাৎ এখন যেকোনো জীবন বীমা পলিসি চালু করলে ৩ বছর না চালালেও কিছুটা টাকা ফেরত পাবেন। এবং ৬ বছর পর বন্ধ করলে সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
গ্রাহকদের কিসের সুবিধা?
জীবনবিমা ক্ষেত্রে সাধারণত এজেন্টরা জোর করে বীমা করতে বাধ্য করেন গ্রাহককে। এক্ষেত্রে কিছুদিন পর আর্থিক কারনে বা ব্যাক্তিগত অন্য কারনে পলিসি বন্ধ করতে চাইলে টাকা ফেরত পাওয়া যেত না। তবে এবার থেকে নির্দিষ্ট পরিমান টাকা ফেরত পাবেন। ফলত লস হবে না। এবং বিমা সংস্থাগুলি এই সুবিধার কথা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেবে, ফলে পলিসি কেনার সময় গ্রাহকরা আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।