মাত্র 24,490 টাকায় পেয়ে যান 512GB স্টোরেজ সহ HP-র নতুন ল্যাপটপ! অফার সীমিত সময়ের – HP Laptop Discount

HP Laptop Discount: পেটমোটা টিভির বাজার যেমন খেয়েছে মোবাইলফোন, তেমন‌ই কম্পিউটারের বাজার খেয়ে নিয়েছে ল্যাপটপ। এমনিতে পোর্টেবল এবং আকারে ছোটো হ‌ওয়ার কারনে ব্যবহার‌ও বেশী।

এর পাশাপাশি করোনা পরবর্তী সময়ে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতা বৃদ্ধির জেরে বাড়িতে একটি ল্যাপটপ রাখার চল শুরু হয়েছে। তবে সমস্যা হল ল্যাপটপের দাম নিয়ে। একটি ভালো কোম্পানির ভালো সিস্টেম কিনতে গেলে বেশ ভালোই পকেটে টান পড়ে। আর সেই সুত্রেই আজকের প্রতিবেদন‌।

আপনি যদি একটি ল্যাপটপ কেনার প্ল্যান থাকেন এবং বাজেট যদি মিডিয়াম হয় তাহলে আপনি কিনে নিতে পারেন HP’র ল্যাপটপ। কি ভাবছেন বাজেটে কুলোবে না? কুলোবে। কারণ অ্যামাজনে HP র ল্যাপটপ আপনি পেয়ে যাবেন মাত্র 24,490 টাকার মূল্যে।

মডেল
যে ল্যাপটপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটির HP 247 G8। বর্তমানে চলছে Amazon Great Indian Festival সেল। এই উপলক্ষে ল্যাপটপটি মাত্র 26,490 টাকা দামে পেয়ে যাবেন আপনি। কোম্পানির পক্ষ থেকে এই ল্যাপটপের দামে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে, যার ফলে ফোনটির দাম আরও কমে যাবে।

ফিচার
14 ইঞ্চি স্ক্রিনযুক্ত HP 247 G8 ল্যাপটপের স্ক্রিনের চারদিকে বেজল রয়েছে। এই ল্যাপটপের ডায়মেনশন ‎45 x 30.8 x 7.2 সেমি এবং ওজন 1.47 কিলোগ্রাম।
পাশাপাশি ল্যাপটপটিতে 3.8GHz ক্লক স্পীডযুক্ত AMD ‎Ryzen 3 প্রসেসর রয়েছে। এতে ইন্টিগ্রেটেড AMD Graphics Card যোগ করা হয়েছে।

HP 247 G8 ল্যাপটপে eSATA হার্ড ড্রাইভ ইন্টারফেস সহ 512GB SSD Hard Disk দেওয়া হয়েছে। এতে 8GB DDR4 RAM যোগ করা হয়েছে।

ল্যাপটপে রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট সহ USB 2.0 এবং USB 3.0 পোর্ট রয়েছে। এর সঙ্গেই একটি HDMI পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।

HP 247 G8 ল্যাপটপে 41 ওয়াট ক্ষমতা সহ 3 Lithium Ion ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারে এতে প্রায় 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।

অফারসমূহ
•SBI Credit Card এর মাধ্যমে EMI করলে ইউজারদের 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে এবং 500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে ল্যাপটপের দাম (₹26,490 – ₹2000) 24,490 টাকা হয়ে যাবে।

•যদি গ্রাহকরা SBI Credit Card এর মাধ্যমে EMI এর বদলে ফুল পেমেন্ট করলে তাদের 1,250 টাকা ছাড় দেওয়া হবে। এর ফলে এই ল্যাপটপের দাম পড়বে (₹26,490 – ₹1,750) 24,740 টাকা।

•SBI Debit Card বা ATM Card এর মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে ল্যাপটপের দাম 1500 টাকা কমে যাবে, ফলে এই ল্যাপটপ পাওয়া যাবে মাত্র (₹26490 – ₹1500) 24,990 টাকার বিনিময়ে।

এখানেই শেষ নয়, বাজেটে সমস্যা হলে আপনি EMI তেও কিনে নিতূ পারেন ল্যাপটপ। আর EMI তেও রয়েছে নানা অফার্স। জেনে নিন বিস্তারিত।

•আমাজন থেকে ICICI Credit Card এর মাধ্যমে নো কস্ট EMI করা যাবে। এক্ষেত্রে প্রতি মাসে 4,415 টাকা করে 6 মাস বা প্রতি মাসে 8,830 টাকা করে 3 মাস পর্যন্ত সহজ কিস্তির সুযোগ রয়েছে।

•এই HP Laptop প্রতি মাসে মাত্র 1,284 টাকা করে সহজ কিস্তির বিনিময়ে কেনা যাবে। HSBC Bank, Jammu and Kashmir Bank, RBL Bank, Standard Chartered Bank Credit Card এর মাধ্যমে 24 মাসের জন্য এই EMI করা যাবে।

•এই ল্যাপটপ Jammu and Kashmir Bank Credit Card এর মাধ্যমে প্রতি মাসে 4,590 টাকা এবং RBL Bank ও Standard Chartered Bank Credit Card এর মাধ্যমে প্রতি মাসে 4,597 টাকা করে 6 মাসের EMI পাওয়া যাবে। এছাড়া অন্যান্য ব্যাঙ্কের ইউজারদের এই ল্যাপটপে EMI করলে প্রতি মাসে 15 থেকে 25 টাকা বেশী খরচ হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *