সুখবর! ২০০০টাকা করে পুজোর বোনাস দিচ্ছে সরকার, আবেদন করুন – Rimtim
সামনেই পূজো। হাতে আর ক’টা মাত্র দিন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পূজোর মার্কেটিং। অনেকে আবার অপেক্ষায় রয়েছে বোনাসের। পেলে তবেই হবে কেনাকাটা। এতদিন চাকরিতে বোনাসের কথা শুনে এসেছি আমরা, আর এবার পূজোর বোনাস দেবে খোদ সরকার। এমন খবরই উড়ে বেড়াচ্ছে চারিদিকে। বিষয়টা ঠিক কী? আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
কথা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি যোজনার বিষয়ে। প্রতি বছর কৃষকরা ৬০০০ টাকা করে তিনটি কিস্তিতে পান, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
প্রতিটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই ১৭ তম কিস্তির টাকা জুলাই মাসে বিতরণ করা হয়েছে, এবং এবার ১৮ তম কিস্তির টাকা আসতে চলেছে।
কেন এই টাকা?
২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রকল্প, যার মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের থেকে অর্থ পান, কোনো মধ্যস্থতার প্রয়োজন হয় না, যা দুর্নীতি হ্রাসে সহায়ক। প্রতি একর জমির জন্য ₹১০,০০০ টাকা এবং ছোট কৃষকদের জন্য কমপক্ষে ₹৪,০০০ বরাদ্দ করা হয়েছে।
কবে আসবে ১৮তম কিস্তির টাকা?
জানা গিয়েছে, আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে কিস্তির টাকা বিতরণ। ফলে পূজোর আগে পূজোর বোনাসের মতো করে টাকা ঢুকে যাবে কৃষকদের ব্যঙ্ক অ্যাকাউন্টে।
মনে রাখতে হবে, এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে অবশ্যই কৃষকদের eKYC সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রতি ছয় মাস অন্তর eKYC চেক করা আবশ্যক।
যাদের স্ট্যাটাসে “Delete farmer/No Data found” লেখা রয়েছে, তাদের নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং আধার ও ভোটার কার্ডের কপি জমা দিতে হবে। নথি জমা না দিলে আগামী রবি মৌসুমের টাকা পাবেন না।
অনলাইনে eKYCর পদ্ধতি-
আধার কার্ড ও ভোটার কার্ডের মাধ্যমে করতে পারবেন।
আধারের ক্ষেত্রে, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন। “আধার কার্ড” নির্বাচন করুন এবং আপনার আধার নম্বর লিখে search ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
ভোটার কার্ডের সাহায্যে করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট: Krishanyojana.net য়ে গিয়ে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন। এবার ভোটার কার্ড অপশনে ক্লিক করে নম্বর লিখেন। search ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।