সুখবর! মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে চাকরির সুযোগ | WB Agriculture Recruitment 2024
WB Agriculture Recruitment 2024: রাজ্যজুড়ে চাকরির আকাল, এ’কথা কে না জানে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে মায় সরকারি চাকরির পরীক্ষাতেও দুর্নীতি অব্যাহত। এই অবস্থায় সরকারি নির্দেশিকার দিকে হা করে তাকিয়ে থাকা ছাড়া গতি নেই। সেই অপেক্ষার এবার অবসান। চাকরি প্রার্থীদের জন্য কৃষিদপ্তরে কাজের সুযোগ দিচ্ছে রাজ্য।
পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে সার্ভে জড়িত কাজের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে Field Level Assistant পদে স্টাফ নিয়োগ করা হবে। কারা করতে পারবেন আবেদন? লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা? আজকের প্রতিবেদনে রইল তার’ই বিস্তারিত।
পদের নাম- Field Level Assistant
নিয়োগকারী সংস্থা- West Bengal Agriculture Department
বয়সসীমা-
চল্লিশ(40) বছরের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এই পদের জন্য করতে পারবেন আবেদন।
শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক পাশ করা 40 বছরের কমবয়সী নারীপুরুষ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (WB Agriculture Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটারের বেসিক বিষয়ে জানা থাকতে হবে এবং এর পাশাপাশি কম করে উল্লেখিত কাজ ২ বছর করে থাকা ব্যক্তিরা বিশেষ ছাড় পাবে।
বেতন-
WB Agriculture Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১০,০০০/- টাকা দেওয়া হবে। পাশাপাশি থাকছে আরও বেশ কিছু সুযোগ সুবিধা। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-
বার্থ সার্টিফিকেট
ভোটার বা আধার কার্ড
পাসপোর্ট সাইজ রঙিন ফটো
কম্পিউটার সার্টিফিকেট
এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু
আবেদন ফি-
এই পদে আবেদনের জন্য কোনো ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন আবেদন।
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। আবেদন করতে হবে অফলাইনে। এজন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত একটি আবেদনপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে কালিকলমে পূরণ করতে হবে। এবং ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় তা হাতে করে নিয়ে গিয়ে জমা করতে হবে।
কোথায় যেতে হবে?
Office of the Deputy Director of Agriculture-e (Admn.), Uttar Dinajpur, Ground Floor of N-1, RHE Building, Karnajora – 733130
আগামী ০৩/১০/২০২৪ তারিখে সকাল ১০:৩০ টা থেকে। সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য এবং আবেদন পত্র সহ পৌঁছে যেতে হবে।
নির্দিষ্ট সময়ে অফিস পৌঁছে যেতে হবে। এছাড়া বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট অনুসরণ করুন।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।