পূজোর আগে বড় খবর! একাধিক শূণ্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | WB Group D Recruitment 2024
এই রাজ্যে চাকরির হাল হকিকত সম্বন্ধে জানা সকলেরই। শিক্ষিত যুবারা হয় বেকার হয়ে বসে রয়েছে, নতুবা কাজ খুঁজে পাড়ি দিচ্ছে রাজ্যের বাইরে। শহরে থেকে কাজের সুলুকসন্ধান করা খানিকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। সেই জন্যই সংবাদপত্রে পড়তে হয়, পিএইচডি করা ছাত্র আবেদন করছে ডোমের চাকরির জন্য।
তবে হ্যাঁ, কখনও কখনও এর ব্যতিক্রম হয় বইকি। এই যেমন রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরের গ্রুপ- ডি সহ মোট ২০ ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী পুরুষ নির্বিশেষে কারা করতে পারবেন আবেদন? লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা? আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত বিবরণ।
পদের নাম- Cook cum Caretaker, Lab Technician, Attendant, ANM OSTC প্রভৃতি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান-
দার্জিলিং জেলার গোর্খা টেরিটোরিয়াল আর্মি সংস্থার অধীনে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই প্রার্থীরা দার্জিলিং জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে নিয়োজিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীরা Cook cum Caretaker এবং Attendant পদের জন্য আবেদন করতে পারবেন।
ANM OSTC পদের জন্য প্রার্থীদের ANM কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং, অথবা ব্যাচেলর অফ সাইন্স নার্সিং বিষয় নিয়ে পড়াশোনা করে থাকতে হবে।
ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে কোনো কোর্স করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের বাংলা ভাষায় কথাবার্তা বলার জ্ঞান থাকতে হবে।
বেতন ও বয়স – Cook cum Caretaker, Lab Technician, Technician, Attendant, ANM OSTC পদে যে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫ হাজার থেকে ২২ হাজার টাকা। প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৬০ বছরের মধ্যে।
কীভাবে করবেন আবেদন?
স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে www.wbhealth.gov.in য়ে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এরপর গুরুত্বপূর্ণ নথিপত্র স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন।
আবেদন ফি –
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন করা।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।