পূজায় বাম্পার অফার! Bajaj ‘এর এই মডেলগুলিতে ছাড় দিচ্ছে 10,000 পর্যন্ত
সামনেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। রয়েছে নবরাত্রিও (Nava Ratri)। মেতে উঠবে গোটা দেশ। আর এই উৎসবের মরশুমে টু-হুইলার কেনার পরিকল্পনা আছে? তাহলে এটাই সঠিক সময়।
কারণ স্বনামধন্য অটোমোবাইল কোম্পানী বাজাজ অটো ঘোষণা করেছে তাদের বাম্পার পূজো অফারের। জারি অফারটি প্রযোজ্য বাজাজ পালসারে (Bajaj Pulsar). পালসার রেঞ্জের মোটরসাইকেলে 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কোন কোন মডেলে পাবেন ছাড়? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Pulsar 125 Carbon Fiber, NS125, N150, Pulsar 150, N160, NS160, NS200 এবং N250 সহ অনেকগুলি মডেলে 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ডিলারশিপ নেটওয়ার্কে পাইন ল্যাবস মেশিনের মাধ্যমে শুধুমাত্র HDFC ক্রেডিট কার্ডে 5,000 টাকার সীমিত সময়ের ক্যাশব্যাক অফার থাকবে।
এখানেই শেষ নয়, এই অফার পিরিয়ডের মধ্যেও EMI এর সুবিধা দিচ্ছে বাজাজ পালসার।পূজোর অফার এখানেই থেমে নেই। যেসব গ্রাহকরা ইকমার্স সাইট থেকে গাড়ি ক্রয় করেছেন তাদের জন্যও বিশেষ অফার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।
Pulsar 125 ‘য়ের অফার
2024 ‘য়ে বাজাজ পালসারে বেশ কিছু আপগ্রেডেশন করা হয়েছে। ব্লুটুথ-সংযুক্ত ডিজিটাল কনসোল, এলইডি হেডল্যাম্প, নেভিগেশন এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো আপডেট অন্তর্ভুক্ত রয়েছে।
জানিয়ে রাখি, Pulsar 125 বাইকটি Flipkart-এ ভারতীয় মূল্যে 79,843 থেকে শুরু, যেখানে মোটরসাইকেলের এক্স-শোরুমের দাম 81,843 টাকা। প্রসঙ্গত, পালসার 125 বাইকটি ব্র্যান্ডের লাইনআপের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের।
Bajaj Dominar 250-এ অফার
ফ্লিপকার্টের ছাড়ের তালিকায় রয়েছে বাজাজ ডমিনার 250-ও। Dominar 250 কম প্রিমিয়াম এবং একটি ছোট ইঞ্জিন রয়েছে , কিন্তু তবুও এর চেহারা দারুন আকর্ষণীয়। Bajaj Dominar 250-এর এক্স-শোরুম মূল্য 1,85,894 টাকা, কিন্তু Flipkart এটি 1,83,894 টাকায় কিনতে পারবেন আপনি।
অন্যদিকে Bajaj Dominar 400 মূলত একটি ট্যুর বাইক। এর এক্স-শোরুম মূল্য 2.32 লক্ষ টাকা, কিন্তু Flipkart এই Bajaj মোটরসাইকেলটি 2.30 লক্ষ টাকায় বিক্রি করছে৷ এতে 373.3 cc’র, লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা 40 bhp এবং 35 Nm জেনারেট করে।
তাহলে আর অপেক্ষা কিসের? এই পেরোতেই ঘরে তুলুন আপনার পছন্দের মডেল।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।