মাধ্যমিক পাশেই মিলবে কলকাতা Science City তে চাকরি! | বেতন ৩৭ হাজার, আবেদন করুন এখনই kolkata seience city Job
kolkata seience city Job: শিক্ষিত যুবারা হয় বেকার হয়ে বসে রয়েছে, নতুবা কাজ খুঁজে পাড়ি দিচ্ছে রাজ্যের বাইরে। শহরে থেকে কাজের সুলুকসন্ধান করা খানিকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। সেই জন্যই সংবাদপত্রে পড়তে হয়, পিএইচডি করা ছাত্র আবেদন করছে ডোমের চাকরির জন্য।
তবে হ্যাঁ, কখনও কখনও এর ব্যতিক্রম হয় বইকি। এই যেমন সম্প্রতি কলকাতার সাইন্স সিটির তরফে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। তাই মনে করা হচ্ছে, অপেক্ষার প্রহর এবার হয়ত শেষ। যারা চাকরীর জন্য এতদিন অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর।
National Council of Science Museum (NCSM) পশ্চিমবঙ্গের কলকাতা দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে অনেক গুলো পদে স্টাফ নিয়োগ করা হবে।
কারা করতে পারবেন আবেদন? লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা? আজকের প্রতিবেদনে রআর তারই বিস্তারিত বিবরণ।
নিয়োগ সংস্থা: ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM
পোস্টের নামঃ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান (কার্পেন্টার, ড্রাফটসম্যান, ইলেকট্রনিক্স) পদে কর্মী নিয়োগ করা হবে।
শূণ্যপদঃ মোট ১২ জনকে করা হবে নিয়োগ।
যার মধ্যে টেকনিশিয়ান পদে ০৬ জন (UR, SC তে শূন্যপদ ০১ টি এবং EWS ০৪ টি)।
ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ০৬ জন (UR ৩ টি, OBC ২ টি এবং SC ১ টি) কে নিয়োগ করা হবে।
বয়সসীমা :
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ২৫ বছর।
টেকনিশিয়ান পদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা :
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (Kolkata Science City Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে। ১ মিনিটে ইংরেজিতে ৩৫ টি ওয়ার্ড এবং হিন্দিতে ৩০ টি ওয়ার্ড তোলার স্পিড থাকতে হবে কম্পিউটারে।
টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (Kolkata Science City Recruitment 2024) আবেদন করতে অবশ্যই ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বেতন:
জানা গিয়েছে, Kolkata Science City Recruitment 2024 ‘য়ে চাকরি পেলে যেকোনো পদভুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে। সব মিলিয়ে ৩৭,৮৪৫ টাকা প্রদান করা হবে প্রথম মাসে।
আবেদন ফি:
চাকরির আবেদন করার ক্ষেত্রে ৮৮৫ টাকা লাগবে। তবে মহিলা প্রার্থী, প্রাক্তন সরকারি কর্মী, শারীরিক প্রতিবন্ধী, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
কীভাবে করবেন আবেদন?
ইচ্ছুক প্রার্থীরা ncsm.gov.in/notice/career ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস:
পাসপোর্ট সাইজের রঙিন ছবি
স্ক্যান করা স্বাক্ষর
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পাদন করতে বলা হচ্ছে।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।