চালু হলো নতুন প্রকল্প! ১০,০০০ টাকা করে একাউন্টে পাবেন মা-বোনেরা
বাংলার মা বোনেরা বহুদিন আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৌলতে বাঙালি মহিলারা স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন আগেই, এবার সেই পথই অনুসরন করল দেশও।
গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে মহিলাদের জন্য প্রকল্প চালু করেছে ওড়িশা। জানা যাচ্ছে, ১০০০ বা ১২০০ টাকা ভাতা নয়, একেবারে ১০০০০ টাকা ঢুকবে মহিলাদের ব্যাংক একাউন্টে। কি এই প্রকল্প? কারা করতে পারবেন আবেদন? কিভাবে করবেন আবেদন? আজকের প্রতিবেদন এ রইল তার এ বিস্তারিত বিবরণ।
সম্প্রতি ওড়িশা সরকারের উদ্যোগে চালু করা হয়েছে একটি নতুন প্রকল্প, যার নাম ‘সুভদ্রা যোজনা’। যার নামকরণ হয়েছে জগন্নাথদেবের বোন সুভদ্রার নামে। এটি ভারতের সবচেয়ে বড় নারীকেন্দ্রিক প্রকল্প বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওড়িশার ১ কোটিরও বেশি মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হবেন। সুভদ্রা যোজনার অধীনে, যোগ্য মহিলাদের আগামী পাঁচ বছরে (২০২৪-২০২৯) ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতি বছর ওড়িশার মহিলাদের ১০,০০০ টাকা দেওয়া হবে।
কারা করতে পারবেন আবেদন?
জানা যাচ্ছে, ওড়িশার বাসিন্দা যে কোনও মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) বা স্টেট ফুড সিকিউরিটি স্কিম (SFSS) এর অধীনে মহিলার নাম রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। প্রকল্পের সুবিধা পেতে, মহিলার পারিবারিক আয় ২.৫০ লক্ষ টাকার বেশি হবে না। শুধুমাত্র ২১ বছর থেকে ৬০ বছরের মহিলারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে দেওয়া হবে অর্থসাহায্য?
সুত্রের খবর দুই কিস্তিতে মহিলাদের জন্য ১০,০০০ টাকা দেওয়া হবে। সুভদ্রা স্কিমের অধীনে, রাখি পূর্ণিমার দিনে ৫,০০০ টাকার প্রথম কিস্তি দেওয়া্র কথা এবং ৫,০০০ টাকার কিস্তি আন্তর্জাতিক মহিলা দিবসে অর্থাৎ আগামি বছর ৮ মার্চ দেওয়া হবে। এই টাকা DBT অর্থাৎ সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই স্কিম চালু হওয়ার সঙ্গে সঙ্গে ১০ লাখেরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে।
কিভাবে করবেন আবেদন?
Online-Offline দুইভাবেই করা যাবে আবেদন। অনলাইনে আবেদন করতে সুভদ্রা পোর্টালে যেতে হবে। অফলাইন আবেদনের জন্য, আপনাকে যে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পরিষেবা কেন্দ্র, ব্লক অফিস, শহুরে স্থানীয় সংস্থা অফিস, সাধারণ পরিষেবা কেন্দ্রে যেতে হবে। এখানে প্রিন্ট করা ফর্ম বিনামূল্যে দেওয়া হবে, যা পূরণ করে নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে জমা দিতে হবে।
ফর্মটি অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে, অন্যথায় কোনও ভুল পাওয়া গেলে তা বাতিল করা হবে। এই স্কিমের অধীনে আবেদন করার জন্য কোনও চার্জ নেওয়া হয় না।
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া:
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট subhadra.odisha.gov.in এ যান.
হোম পেজে “এখনই আবেদন করুন” এ ক্লিক করুন।
সেখানে দেওয়া ফর্মে সমস্ত তথ্য পূরণ করুন (নাম, ইমেল, ফোন নম্বর এবং ঠিকানা)।
এর পরে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, জন্ম শংসাপত্র এবং ফটো আপলোড করুন।
সব তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
প্রয়োজনীয় নথি-
আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, জন্মতারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ঠিকানা এবং স্বাক্ষর প্রয়োজন।
তবে আর অপেক্ষা কিসের, আপনি যদি ওড়িশার স্থানীয় বাসিন্দা হন, তাহলে আজ ই করে ফেলুন আবেদন।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।