উচ্চমাধ্যমিক পাশেই চাকরি ভারতীয় রেলে,কর্মী নিয়োগ টিকিট ক্লার্ক পদে | Railway NTPC Recruitment 2024 – Rimtim

Railway NTPC Recruitment: ফের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল রেল। এবার সেন্ট্রাল রেলওয়ের গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। রেলওয়ে এই নিয়োগে ওবিসি, এসসি এবং এসটি বিভাগে সংরক্ষণ করেনি। ক্রীড়া কোটায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

পদের নাম ও শূণ্যপদ-

এবছর রেলে বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে। ওয়েবসাইট মারফত খবর,
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৯৯০ জন
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ২০২২ জন
ট্রেন ক্লার্ক পদে ৭২ জন
একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৬১ জন নিয়োগ হবে।

বয়সসীমা:
১৮ থেকে ৩৫ বছর বয়সী যোগ্য ব্যক্তিরা করতে পারবেন আবেদন।

শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজি বা হিন্দিতে টাইপিং স্পিডে দক্ষ হতে হবে।

কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও ট্রেন ক্লার্ক পদে ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজি বা হিন্দিতে টাইপিং স্পিডে দক্ষ হতে হবে।

বেতন:
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেনক্লার্ক পদে বেতন ধার্য করা হয়েছে ১৯,৯০০/- টাকা। অন্যদিকে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে বেতন ধার্য করা হয়েছে ২১,৭০০/- টাকা।

আবেদন ফি-
এক্ষেত্রে Gen/ OBC শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০০/- টাকা এবং SC/ ST/ Female/ EWS/ PWD শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া:
এখানে তিনটি ধাপে নিয়োগ করা হবে।
CBT- 1
CBT- 2
Skill Test

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে– CBT- 1, CBT- 2, Skill Test

কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে- CBT- 1 & CBT- 2

ট্রেন ক্লার্ক পদে- CBT- 1 & CBT- 2

একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে- CBT- 1, CBT- 2, Skill Test

পরীক্ষার সিলেবাস ও সময়:
৯০ মিনিটের মধ্যে তিনটি বিষয় মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। তিনটি উত্তর ভুল করলে ১নম্বর কাটা যাবে।

গণিত ৩০ নম্বরের।
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং ৩০ নম্বরের।
জেনারেল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের।

আবেদন প্রক্রিয়:
অনলাইনে করতে হবে আবেদন। ইচ্ছুক প্রার্থীরা rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র জমা করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকটি রেলওয়ে জোন অনুযায়ী প্রত্যেক পদের কতগুলো শূন্যপদ ভাগ করা হয়েছে।

যেমন, মালদায় মোট ১২ জন নতুন কর্মীকে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে।
শিলিগুড়িতে মোট নিয়োগ হবে ৪২ জনের, যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ৩৯ জন, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৩ জন। কলকাতায় মোট ৪৫২ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ১৮৭ জন,
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ১১৮ জন,ট্রেন ক্লার্ক ১৫ জন এবং একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ১৩২ জন।
ভুবনেশ্বরে ৫৬ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।
এদের মধ্যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ১৯ জন,
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ০৯ জন, একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ২৮ জন। গুয়াহাটিতে মোট ১৭৫ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৫৯ জন,কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ৮২ জন,ট্রেন ক্লার্ক ০৩ জন এবং একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ৩১ জন।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *