ডিজাইনে চমক, দামেও! Royal Enfield কে সরাসরি টক্কর দিতে বাজারে আসছে Hero Cruiser 350
Hero Cruiser 350: বর্তমানে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের ছড়াছড়ি। এনফিল্ডের 350cc ক্রুজারের কোনো বিকল্প নেই। আরামদায়ক সফর, বড় বাইক আর রাজকীয় আকৃতির জন্য প্রত্যেকের কাছে এনফিল্ডই প্রাধান্য পায় বেশী।
তবে সমস্যা একটাই। কিনতে হলে হাত উপুড় করতে হবে বেশী। আর এই ফাঁক দিয়েই মার্কেট দখলের পরিকল্পনা অন্য একটি জনপ্রিয় ব্র্যান্ডের।
Hero, মধ্যবিত্তের সাথ দিয়ে চলে আসছে আজীবন। এই Heroই এবার বাজারে আনতে চলেছে ক্রুজার। জানা যাচ্ছে, Royal Enfield য়ের থেকে দামে রীতিমত তফাৎ তৈরি করছে Hero।
শুধু তাই নয়, সংবাদমাধ্যম সুত্রে খবর, ডিজাইনের ক্ষেত্রেও রীতিমতো চমক দেখিয়েছে Hero। আর এতেই বাজার বেহাত হওয়ার আশঙ্কা Enfield য়ের।
Royal Enfield কে টক্কর
জানা যাচ্ছে, ক্রুজার কন্ট্রোল, অ্যান্টি-লগ ব্রেকিং সিস্টেম, সামনে এবং কানে ডাবল চেইন ডিস্ক ব্রেক থাকছে Hero তেও। তাছাড়া, ডিজিটাল স্পিডোমিটারের সাথে সাথে দেখা যাবে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, আরামদায়ক সেটের মতো গুরুত্বপূর্ণ ফিচার লক্ষ্য করা যাবে এই ক্রুজার বাইকে।
কেন Enfield য়ের থেকে এগিয়ে Hero?
ভারতের বাজার আগ্রাসনের পথে এগোনো Hero Cruiser য়ে 350cc লিকুইড গোল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে বলে অনুমান। যা বুলেটের চেয়েও আরামদায়ক অনুভূতি প্রদান করবে চালকদের। শুধু তাই নয়, মাইলেজের ক্ষেত্রেও বুলেটকে সরাসরি টক্কর দেবে হিরোর এই বাইক।
দাম:
অনুমান করা হচ্ছে, Heroর এই নতুন বাইকটি আনুমানিক 2 লাখের কমে বাজারে আসবে। তবে কবে নাগাদ গাড়িটি লঞ্চ করা হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করেনি গাড়ি নির্মাণ সংস্থা হিরো।
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।