অর্ধেকের কম দামে বাইকের শখ-পূরণ! বাজার দখলে নয়া স্ট্র্যাটেজি টাটার
Tata bike update: বর্তমান সময়ের একজন রীতিমত কিংবদন্তি হলেন রতন টাটা। তার নাম শুধুমাত্র কোনো ব্র্যান্ড নয়, বিশ্বাস। যেকোনো প্রতিষ্ঠান বা প্রোডাক্টের সঙ্গে টাটার নাম থাকলেই মানুষ চোখ বন্ধ করে তাকে ভরসা করে।
গাড়ির মার্কেট, বাইকের মার্কেটে যথেচ্ছ প্রভাব বিস্তার করার পর এবার ই- সাইকেলের বাজারে নামতে চলেছে টাটা। জানা যাচ্ছে, টাটা গ্রুপের সাইকেল কোম্পানি, স্ট্রাইডারের দুটি নতুন ই-বাইক মডেল, ভোল্টিক এক্স ও ভোল্টিক গো বাজারে আনা হচ্ছে পূজোর মরশুমে। আর পূজো উপলক্ষে থাকছে ১৬% ছাড়ও।
স্ট্রাইডারের মূল লক্ষ্য হল পরিবেশবান্ধব সাইকেল তৈরি, আর সেইজন্যই ই-সাইকেল। এই ই-বাইকে একদিকে যেমন বায়ুদূষণ হয় না, তেমনই আয়তন খুব বেশি না হওয়ায় যাতায়াতেও সুবিধা হয়।
ফিচার সমূহ-
জানা যাচ্ছে, ৪৮ ভোল্টেজের ই-বাইকটিতে মাত্র ৩ ঘণ্টা চার্জে রাখলেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার চার্জ দিলে ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। আর এবার ব্যাটারিতেও থাকছে নয়া চমক। এর বিশেষত্ব হল এর ব্যাটারি স্প্যাশ-প্রুফ। অর্থাৎ জল লাগলেও কোনও ক্ষতি হবে না।
পাশাপাশি, মাউন্টেন বাইক স্টাইলের ডিজাইন হওয়ায় শহরের রাস্তার পাশাপাশি ভাঙাচোরা রাস্তাতেও সাইকেল চালাতে কোনও অসুবিধা হবে না। নতুন দুটি ই-বাইকে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক। এছাড়া অটোমেটিক পাওয়ার কাট-অফ সুরক্ষা দেওয়া হয়েছে, যা অতিরিক্ত সুরক্ষা দেবে।
এর পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে ব্যাটারির উপরে।
দাম-
স্ট্রাইডারের ইলেকট্রিক বাইসাইকেলের নতুন দুটি মডেল, ভোল্টিক এক্স ও ভোল্টিক গো-র দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৩২ হাজার ৪৯৫ টাকা ও ৩১ হাজার ৪৯৫ টাকা।
তবে আর অপেক্ষা কিসের? যারা বাইক কেনার কথা ভাবছিলেন, তারা পরিবেশের কথা চিন্তা করে ই-বাইক ট্রাই করতেই পারেন। তবে স্ট্রাইডার কেন নয়? সঙ্গে পূজার মরশুমে অতিরিক্ত ছাড়ও থাকছে সাথে!
Rimtim -এর একজন গুরুত্বপূর্ণ সাব-এডিটর। অটোমোবাইল ও টেকের খবর লিখতে পারদর্শী। চাকরী ও সরকারি আপডেটের দিকেও আগ্রহ রাখে। পড়াশুনা শেষ করে ডিজিটাল মিডিয়া’কে ভবিষ্যতের পথ চলা হিসাবে বেছে নিয়েছে। অবসর সময়ে খেলতে ও ঘুরতে যেতে ভালোবাসে।